১. বিশ্বে প্রায় ৯৫০০ প্রজাতির ঘাস আছে।
২. উটপাখির চোখ তার মস্তিস্কের চেয়ে বড়।
৩. উটের চোখের তিনটি পাতা থাকে।
৪. পৃথিবীর ৩% পানি বিশুদ্ধ। তার মধ্যে ২% পানি জমাট বরফরূপে আছে, বাকি ১% পানি আমরা ব্যবহার করে থাকি।
৫. শোয়ার ৫ মিনিটের মধ্যেই ঘুমানোর অর্থ হলো আপনার ঘুমের ঘাটতি আছে। ১০-১৫ মিনিট হলে অবশ্য তা ঠিক আছে।
৬. হাঙরের চামড়াকে এক সময় সিরিশ কাগজ হিসেবে ব্যবহার করা হতো।
৭. প্রজাপতির ইংরেজি আসল নাম ছিলো ফ্লুটারবাই, বাটারফ্লাই নয়।
৮. একটা পেন্সিল দিয়ে গড়ে ৩৫ মাইল লম্বা দাগ টানা যায়।
৯. চিংড়ির হৃৎপিণ্ড মাথায় থাকে।
১০. ৮৮% মানুষই ডানহাতি হয়ে থাকে।
১১. প্রতিদিন মহিলারা গড়ে ৭০০০ বাক্য বলে থাকে, আর পুরুষরা বলে থাকে ২০০০ বাক্য।
১২. মাথা ছাড়াও তেলাপোকা ৯ দিন বেঁচে থাকতে পারে।
১৩. বাঁশের এমন কিছু প্রজাতি আছে যেগুলো দিনে প্রায় ৩ ফুট পর্যন্ত বাড়ে।
১৪. জিরাফ অধিকাংশ সময় ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ২০ মিনিট ঘুমায়। যদি কখনও কখনও ২ ঘণ্টা ঘুমায় তবে তা খুবই ব্যতিক্রম।
১৫. ইলেকট্রিক ঈল মাছ প্রায় ৬৫০ ভোল্ট শক দিতে পারে।