এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আ.লীগ ও তার সহযোগি সংগঠন এ প্রস্তুতি মূলক সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ের জন্য কাজ করতে হবে।দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে আবারো আ.লীগকে ক্ষমতায় আনতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসন নৌকাকে বিজয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো উপহার দিতে হবে।শেখ হাসিনা প্রধান মন্ত্রীত্বের হেট্রিক মর্যাদা অর্জন করবেন। সকল নেতাকর্মীদের এখন থেকেই নির্বাচনী প্রস্তুতি গ্রহন করতে হবে ।
ফেসবুক পেইজে দেখুন
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান লালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান শাহ্ধসঢ়;-ই-আলম বাচ্চু, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ শাহবুদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, চেয়ারম্যান মাহমুদ আলী, যুবলীগ আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদরে সাবেক কমান্ডার শাহ আলম হাওলাদার, যুবলীগ নেতা মুরাদ হোসেন,
আসাদুজ্জামান বিপু, আরিফুল ইসলাম আরিফ, শ্রমীক লীগ সভাপতি আলমঙ্গীর হোসেন বাদশা, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন তালুকদার, শ্রমীক লীগ নেতা আবুল কালাম, কৃষকলীগ আহ্বায়ক আব্দুল হালিম জোমাদ্দার, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইলিয়াছ হোসেন দুলাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা টিএম, জাকির হোসেন, রিক্সা-ভ্যান শ্রমীক লীগ সভাপতি আমজাদ হোসেন ঘরাই, মহিলা লীগ নেত্রী বুলবুল বেগম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, জেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সুমন প্রমুখ। সভা শেষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।