Homeবিনোদনআন্দোলন দমাতে যেসব নির্দেশনা দিয়েছিলেন নায়ক রিয়াজ

আন্দোলন দমাতে যেসব নির্দেশনা দিয়েছিলেন নায়ক রিয়াজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হন শিল্পীরা। গণআন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথে ছিলেন একদল শিল্পী, ঠিক সেদিনই অন্য একটি দল গিয়েছিলেন পোড়া বিটিভি দেখতে। গেল ১ আগস্ট সকালে রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজের ব্যানারে উপস্থিত হয়েছিলেন বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ, ইরেশ জাকের, মোশাররফ করিম, সিয়াম আহমেদ, অভিনেত্রী আজমেরি হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা, জাকিয়া বারী মম, অভিনেত্রী সাবিলা নূর, সৈয়দ আহমেদ শাওকি, নির্মাতা অমিতাভ রেজা, পিপলু আর খান, আদনান আল রাজিব ও রেদওয়ান রনি।

অন্যদিকে, ওদিনই পোড়া বিটিভিতে গিয়ে আবেগতাড়িত হয়েছিলেন সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেত্রী অভিনেত্রী সুজাতা, অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, চন্দন রেজা, সংগীতশিল্পী শুভ্র দেব, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, খোরশেদ আলম খসরুসহ অনেকে।

এদিকে, টক অব দ্য কান্ট্রিতে- এখন শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। ‘আলো আসবেই’ নামের এই গ্রুপে নজর রাখা হতো ছাত্র-জনতার আন্দোলনের ওপর। শুধু তাই নয়, সেখানে তারা আলোচনা করত কোথায়, কী করবে। আন্দোলনকে কেন্দ্র করে খোলা এই গ্রুপের অ্যাডমিন ছিল সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। এই গ্রুপের ১৭২টি স্কিনশর্ট এসেছে।

সংগৃহীত

বৈষম্যবিরোধী এই আন্দোলনে যারা ছাত্র-জনতার পক্ষে ছিলেন তাদের সবাইকে চিনে রাখতে বলেছিলেন নায়ক রিয়াজ। ‘আলো আসবেই’ গ্রুপে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজের ব্যানারে থাকা শিল্পীদের একটি ছবি শেয়ার করে একথা বলেন তিনি।

গ্রুপটি তার কথোপকথন ছিল এমন- ‘কমেন্ট করার প্রয়োজন নাই, শুধু চিনে রাখি।’

এছাড়াও গ্রুপে থাকা সকল বন্ধুদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আলো আসবেই। সময়টা আমাদের প্রতিকূলে। এই সময় কাউকে আঘাত করে বলা যাবে না বা করা যাবে না। যেকোন মূল্যে এই আন্দোলন দ্রুত থামাতে হবে। সোশ্যাল মিডিয়ায়, একজন আরেকজনকে সাপোর্ট দিতে হবে। একজনের যে কোনো বিপদে সবাইকে একসঙ্গে ঝাপিয়ে পড়তে হবে। সবাই মিলে এক আত্মা এক প্রাণ হতে হবে, তাহলে আমরা সবাই মিলে এ তুফান পাড়ি দিতে পারব।’

Must Read