Homeবাংলাদেশ‘বয়স নয়, যোগ্যতায় চাকরি হওয়া উচিত’

‘বয়স নয়, যোগ্যতায় চাকরি হওয়া উচিত’

চাকরির আবেদনের ক্ষেত্রে বয়স নয়, যোগ্যতা বিবেচনা করা উচিত বলে মনে করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শনিবার সকালে জাতীয় জাদুঘরের সামনে ‘৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত মহাসমাবেশে সংহতি প্রকাশ করে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, দেশ বদলে যাচ্ছে। বয়সের মারপ্যাঁচ থেকে বেরিয়ে যোগ্যতার দিকে মনোযোগ দিতে হবে।

তিনি বলেন, এখন আমরা কথা বলতে পারছি। এ অবস্থায় নিজেদের মধ্যে বিভেদ তৈরি করবেন না। রাষ্ট্রযন্ত্র জনগণের প্রতিপক্ষ হতে দেওয়া যাবে না, পরিবর্তনের লড়াইয়ে সবাই শামিল থাকি।

নাগরিক ঐক্যের আহ্বায়ক আরো বলেন, ড. ইউনূস একজন যোগ্য মানুষ, উনি একটা অনন্য উদাহরণ। ফলে তিনি সবকিছু যোগ্যতার ভিত্তিতে চিন্তা করবেন।

‘৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দের’ সমন্বয়ক মো. আরিফ বলেন, আমাদের দাবির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট বক্তব্য বা কবে নাগাদ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে, সেই বিষয়ে বক্তব্য চাই। এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং অহিংস একটি মহাসমাবেশ হবে।

Must Read