Homeক্রিকেটইনশাআল্লাহ, ভারতকে হারাবো : শরিফুল

ইনশাআল্লাহ, ভারতকে হারাবো : শরিফুল

পাকিস্তানের মতো ভারতের বিপক্ষেও বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন পেসার শরিফুল ইসলাম। ফিটনেস কিংবা পারফরম্যান্সের দিক থেকে ভালো অবস্থায় আছে টাইগাররা। ব্যাকআপ পেসার থাকায় ভারতে পেস ইউনিটও ভালো করবে বলে বিশ্বাস তার। পাকিস্তানের বিপক্ষে ইনজুরিতে পড়া শরিফুলও সেরে উঠেছেন অনেকটা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই মাঠে ফিরতে চান এই বাঁহাতি পেসার।

ক’দিন আগে পাকিস্তানের মাটিতে গড়া ইতিহাসের স্মৃতি এখনো তরতাজা। সেই রেশ না কাটতেই টাইগারদের সামনে ভারত পরীক্ষা। অন্যবারের চেয়ে এবার বাংলাদেশের স্বপ্নটাও অনেক বড়। নাজমুল হোসেন শান্তর দলকে ভারতও করছে সমীহ। ব্যাটিং- বোলিং ডিপার্টমেন্ট বিবেচনায় বর্তমান টাইগার স্কোয়াডও বেশ ব্যালান্সড। যদিও ঘাটতি টপ অর্ডারের পারফরম্যান্সে। তারপরও সতীর্থদের ওপর ভরসা আছে শরিফুলের। প্রত্যাশা এবার ইতিহাস বদলাবে শান্তর দল।

গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মিরপুরে গণমাধ্যমকে শরিফুল বলেন, ‘ইনশাল্লাহ আমরা (ভারতকে) হারাবো। আমাদের সেই বিশ্বাস আছে। আমরা পাকিস্তানের সাথে ভালো করে আসছি। আমরা সেই আশা নিয়েই ইনশাল্লাহ চেষ্টা করব।’

ভারতের বিপক্ষে ২০০০ সাল থেকে মোট ১৩ টেস্ট খেললেও এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। তবে এবার সেই রেকর্ড পরিবর্তন করতে টাইগারদের সব ডিপার্টমেন্টকেই নিতে হবে দায়িত্ব। পেসার শরিফুলও বলছেন একই কথা। শুনিয়েছেন পেস ইউনিটের বদলে যাওয়ার পেছনের গল্পও, ‘আলহামদুলিল্লাহ আমাদের ভালো পেস আক্রমণ আছে। যারা এখন বাইরে আছি তারাও ভালো। আমরা পাকিস্তানে ভালো করেছি, ইনশাল্লাহ সেই আশাতে আমরা ভারতেও ভালো করব। কারণ আমাদের সব পেসার ভালো ফর্মে এবং ছন্দে আছে। আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য ভালো। এখন যারা খেলতেসে তারাও ভালো ব্যাকাপও আছে ভালো। এটা আমার মনে হয় বাংলাদেশের জন্য ভালো। আমরা পেসাররা বেশিরভাগ সময় একসাথে খেতে যাই। একসাথে বসে কথা বলি। খেলার ব্যাপারে অনেক কথা হয়। এই বোঝাপড়াটা অনেক ভালো আর কি। সব একসাথে সবার ভালো সম্পর্ক।’

শরিফুলের থাকার কথা ছিলো ভারতে, টাইগারদের সঙ্গে টেস্ট স্কোয়াডে। তবে,পাকিস্তানের মাটিতে পাওয়া তার ইনজুরি এখনো সারেনি পুরোপুরি। যদিও তার এমন ডেলিভারি দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই ফিট হয়েছেন তিনি। শরিফুল-ও শুনিয়েছেন আশার বাণী।

শরিফুল বলেন, ‘আস্তে আস্তে কাজ শুরু করেছি। রিহ্যাব চলছে। প্রতিদিন বোলিংও করছি, ইনশাআল্লাহ ২ (অক্টোবর) তারিখের আগেই টিম যাওয়ার আগেই ফিট হয়ে যাব।’

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আগামী ৬ অক্টোবর থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর সেই সিরিজ সামনে রেখে এদিন শর্টার ফরম্যাটে থাকা ক্রিকেটাররা করেছে ম্যাচ সিনারিওতে অনুশীলন। প্রস্তুতিটাও বেশ ভালো। তাই এই ফরম্যাটেও দেশকে ভালো কিছু উপহার দেয়ার আশ্বাস শরিফুলের।

সূত্র: সময় নিউজ।

Must Read