Homeবাংলাদেশএবার তিস্তা পানিবণ্টন চুক্তির সমাধান চান প্রধান উপদেষ্টা

এবার তিস্তা পানিবণ্টন চুক্তির সমাধান চান প্রধান উপদেষ্টা

তিস্তা পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে যে মতপার্থক্য রয়েছে, তা সমাধানে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার, প্রতিবেেশী দেশটির বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকায় তাঁর সরকারি বাসভবনে ওই সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, বছরের পর বছর এই আলোচনা ঝুলিয়ে রেখে দুই দেশের কারোই কোনো লাভ হচ্ছে না।

ড. ইউনূস আরও বলেন, দুই দেশের মধ্যে পানিবণ্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে। এসব ক্ষেত্রে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে।

“বিষয়টি (পানি বণ্টন) নিয়ে বসে থাকার ফলে কোনো লাভ হচ্ছে না। কতটুকু পানি পাচ্ছি জানা থাকলে যদি সেই পরিমাণ নিয়ে আমি খুশিও না হই, এরপরও (চুক্তিতে) সাক্ষর করলে ভালো হবে। এই বিষয়টি সমাধান হতেই হবে,” সাক্ষাৎকারে বলেন তিনি।-সমকাল।

Must Read