Homeঅন্যান্যদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের

দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৩৬ টাকা বাড়িয়ে, নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

আজ থেকে কার্যকর নতুন এ দাম। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ২২ হাজার ১২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৪ হাজার ৬৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮৬ হাজার ৫৪৭ টাকা। এর আগে, সবশেষ ২১ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।

গত বছরের ২০ জুলাই প্রথমবারের মতো প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ টাকার ওপরে উঠেছিল।

Must Read