Homeঅন্যান্যবড়শিতে ধরা পড়ল ২৫ কেজি ওজনের কোরাল

বড়শিতে ধরা পড়ল ২৫ কেজি ওজনের কোরাল

কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক জেলে বড়শিতে ২৫ কেজি ওজনের কোরাল মাছ ধরেছেন। উপজেলার শাহ পরীর দ্বীপ জেটি ঘাটে নাফ নদীতে শুক্রবার ব্কিালে জেলে আবদুল আমিনের বড়শিতে মাছটি ধরা পড়ে। রোববার সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর বিষয়টি জানাজানি হয়।

পরে মাছটি সাবরাং ইউনিয়ন পরিষদের বাজারে মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলম ২৭ হাজার টাকায় কিনে নেন।

জেলে আবদুল আমিন বলেন, প্রায় ছয় বছর ধরে নাফ নদীতে নৌকা নিয়ে মাছ ধরা বন্ধ রয়েছে। কয়েক দিন ধরে নাফ নদীতে জেলেদের বড়শিতে বড় বড় কোরাল মাছ ধরা পড়ছে। শুক্রবার বিকালে জেটিতে বসে বড়শি ফেলেন। প্রায় ২০ মিনিট পর তিনি বড়শি টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু বড়শি বেশ ভারি মনে হওয়ায় আরও একজনের সহযোগিতা নেন।

“পরে বড়শি টেনে তুলে দেখি একটি বড় কোরাল মাছ আটকা পড়েছে। মাছটির ওজন ছিল ২৫ কেজির মত। এ খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।”

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, “নাফ নদীতে প্রায় সময় বড় বড় কোরাল মাছ পাওয়া যায়। এই নদীর মাছ খুবই সুস্বাদু। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন।

“কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়।”

প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদীতে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে বলে জানান জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা।

সূত্র: বিডিনিউজ২৪।

Must Read