Homeক্রিকেটশান্তকে প্রধান উপদেষ্টার ফোন: পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত

শান্তকে প্রধান উপদেষ্টার ফোন: পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত

পাকিস্তানে কোনো ফরম্যাটেই জয় ছিল না বাংলাদেশের। এবার নতুন ইতিহাস রচনা করল টিম টাইগার্স। টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য উপহার দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। বাবর আজমদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশের মানুষকে ভাসিয়েছে আনন্দের জোয়ারে। ঐতিহাসিক মুহূর্তে অধিনায়ক শান্তকে ফোন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ইনচার্জ, বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি দলের অধিনায়ক শাহরিয়ার নাফীস। বাংলাদেশের সাবেক ওপেনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অফিস থেকে মাত্র ফোন পেলাম। শান্তকে ফরওয়ার্ড করে দিয়েছি। বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন।’

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও একটি পোস্ট করা হয়েছে। সেখানে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সরকার ও আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।’

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে প্রথম টেস্টে ১০ উইকেটে হারায় বাংলাদেশ। ঐতিহাসিক সাফল্যের পথ ধরে দ্বিতীয় টেস্টে আসে ৬ উইকেটের জয়। বিদেশের মাটিতে টেস্টে বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়ের ঘটনা এটি।

Must Read