Homeঅন্যান্যরাতেই শুরু হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ, দেখা মিলবে বিরল দৃশ্যের

রাতেই শুরু হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ, দেখা মিলবে বিরল দৃশ্যের

রাতেই শুরু হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ। এর ফলে আকাশে চাঁদের তিন ধরনের দৃশ্যের দেখা মিলতে পারে। টাইমস জোন অনুযায়ী একাধিক স্থান থেকে ভিন্ন ভিন্ন সময়ে আংশিক চন্দ্রগ্রহণের দেখা মিলবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চন্দ্রগ্রহণের পাশাপাশি হারভেস্ট মুন এবং সুপার মুনেরও দেখা মিলবে।

নাসার মতে, চাঁদ যখন সূর্যের বিপরীতে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন তাকে পূর্ণ চন্দ্রগ্রহণ বলা হয়। এ সময়ে সূর্যের আলো পুরোপুরিভাবে পৃথিবীতে পড়ে।

মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) চন্দ্রগ্রহণের দেখা মিলবে। স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে এটি শুরু হবে।

এদিকে চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে আকাশে সুপারমুনের দেখা মিলবে। নাসার মতে, চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে, তখনই দেখা যায় এই সুপারমুন। এই সময় পৃথিবী থেকে সবচেয়ে বড় এবং উজ্জ্বল দেখায় চাঁদকে। ১৯৭৯ সালে জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড নোলে এই নামকরণ করেন।

সূত্র: চ্যানেল২৪।

Must Read