Homeবিনোদনআবারো কি নিশোর নায়িকা তমা?

আবারো কি নিশোর নায়িকা তমা?

‘সুড়ঙ্গ’ সিনেমার কথা মনে আছে? গত বছরের কোরবানির ঈদে মুক্তির পর মাল্টিপ্লেক্সগুলো একেবারে কাঁপিয়ে দিয়েছিল। একের পর এক সফল সপ্তাহ এসেছিল আফরান নিশো ও তমা মির্জার হাত ধরে।

একসঙ্গে আবারও আসছে এ জুটি। তবে পরিচালক ভিন্ন, শিহাব শাহীন। সিনেমা ‘দাগী’। নিশো নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন গেল মে মাসে। দুটিরই প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ও আলফা-আই এন্টারটেইনমেন্ট তখন এর বাইরে আর কোনো তথ্য প্রকাশ করেনি।

সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র জানাচ্ছে, এতে নিশোর নায়িকা হচ্ছেন তমা মির্জা। খুব দ্রুতই আসছে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা।

বিষয়টির সতত্য যাচাই করতে তমার সঙ্গে যোগোযোগ করা হলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বলেন, ‘এই সিনেমাটিতে আমার যুক্ত হওয়া নিয়ে এখনই কথা বলার সুযোগ নেই। কারণ এখনো সবকিছু চূড়ান্ত হয়নি। সব ঠিকঠাক হলে তারপর প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই সবাইকে জানানো হবে।’

তমা মির্জা আপাতত বিষয়টি নিয়ে পুরোটা খুলে না বললেও তার কথায় মনে হয়েছে তিনি খবরটি এখনই জানাতে চান না। তাকেই হয়তো এই ছবিতে দেখা যাবে, তবে ঘোষণা আসার জন্য অপেক্ষা করতে হবে ভক্তদের।

আফরান নিশো ও তমা মির্জা একসঙ্গে জুটি বেধে প্রথমবার কাজ করেছিলেন ২০২৩ সালে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর সুপারহিট সিনেমা ‘সুড়ঙ্গ’তে। এরপর দু’জনই লম্বা সময়ের বিরতি নিয়েছেন সিনেমা থেকে।

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ‘দাগী’তে নিশোর নায়িকা হচ্ছেন তমা মির্জা। খুব দ্রুতই আসছে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা। ডিসেম্বরে শুটিং শুরু পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, চাঁদপুরের মদনা গ্রামের ছিঁচকে চোর রসু খাঁ ভালোবাসায় পরাস্ত হয়ে এক সময় সিরিয়াল কিলারে পরিণত হয়। সেই গল্প নিয়ে ‘দাগী’ সিনেমার গল্প। যে গল্পে আগে নিশোকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন নির্মাতা শিহাব শাহীন। সেটাই এখন বড় পর্দায় আসতে চলেছে।

Must Read