Homeক্রিকেটআফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খেলা হচ্ছে না সাকিবের

আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খেলা হচ্ছে না সাকিবের

দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন সাকিব আল হাসান। নিরাপত্তাজনিত কারণে দেশেই ফেরা হয়নি টাইগার অলরাউন্ডারের। টি-টুয়েন্টি ছেড়ে টেস্ট থেকেও নিজেকে সরিয়ে নেয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে ওয়ানডে থেকেও অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তবে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ, এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলা হচ্ছে না টাইগার মহাতারকার।

বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ দিয়েছেন সাকিবের না খেলারই আভাস। জানিয়েছেন, নিরাপত্তা ইস্যুতে দেশে আসতে না পারায় মানসিকভাবে বিপর্যস্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাশাপাশি কোনরকম অনুশীলনের মধ্যে নেই। তাই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও উইন্ডিজে আসন্ন দুই টেস্টের সিরিজের জন্য বিবেচনায় নেই সাকিব।

সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আতিথ্য দেবে আফাগানিস্তান। আগামী ৬, ৯ ও ১১ নভেম্বর ম্যাচগুলো মাঠে গড়াবে।

আগামী ২২ নভেম্বর থেকে উইন্ডিজের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২২ নভেম্বর নর্থসাউন্ডে প্রথম টেস্ট এবং ৩০ নভেম্বর কিংসটনে সিরিজের শেষ টেস্ট গড়াবে।

Must Read