Homeফুটবলকোটি টাকা পাবেন সাবিনারা

কোটি টাকা পাবেন সাবিনারা

সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য কোটি টাকা পুরষ্কার ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর দেশে ফিরে বৃহস্পতিবার বাফুফে ভবনে সাবিনা-কৃষ্ণাদের বরণ করে নেন ক্রীড়া উপদেষ্টা।

এদিন উইনিং বোনাস হিসেবে ১ কোটি টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ১ কোটি টাকা দেওয়া হয়েছে সাফ জয়ী নারী ফুটবলারদের।

সাফজয়ী নারী ফুটবল দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাফুফের পথে যাত্রা শুরু করে। ছাদখোলা বাসে চড়ে বসেন তারা। তাদের বরণ করে নিতে ঢাকার রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। আজ দুপুর ২টা ১৫ মিনিটে চ্যাম্পিয়নরা পা রাখেন ঢাকার মাটিতে। এরপর সংবাদকর্মীদের সামনে কথা বলেন বাংলাদেশ কোচ পিটার বাটলার আর অধিনায়ক সাবিনা খাতুন। এরপরই ফুটবলাররা বাসে উঠেন, যেখানে তাদের গন্তব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

নারী ফুটবল দলকে নিয়ে এই বাস উঠে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। এরপর তা এফডিসির সামনে এসে সাতরাস্তায় নেমে সেখান থেকে মগবাজার ফ্লাইওভারে উঠে।

সাবিনা খাতুন তার দল নিয়ে বাফুফের তৃতীয় তলায় কনফারেন্স রুমে যান উপদেষ্টা। সেখানে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন উপদেষ্টা। সঙ্গে রয়েছে মন্ত্রণালয় ও এনএসসির কর্মকর্তারা।

টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী দল। গত বুধবার রাতে কাঠমান্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়েছে তারা।

Must Read