সিলেট গ্যাসফিল্ডের হরিপুর সাত নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক ছয় থেকে আট মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, পরিত্যক্ত তেলকূপে ওয়ার্কওভার চলাকালে গতমাসে আলাদা দু’টো গ্যাসের স্তরের সন্ধান মেলে। সবশেষ ২২ অক্টোবর সিলেটের হরিপুরে সাত নম্বর কূপের ওয়ার্কওভার চলাকালে ১২শ’ মিটার গভীরতায় আট মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহ ১৪ অক্টোবর দুই হাজার দশ মিটার গভীরতায় পরীক্ষা চালিয়ে ছয় থেকে সাত মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহের বিষয়টি নিশ্চিত হয় সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ।
১৯৮৬ সালে সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন হরিপুরের সাত নম্বর কূপে তেলের সন্ধান মেলে। এক পর্যায়ে কূপটিতে তেলের মজুদ শেষ হয়ে যায়। সম্প্রতি সাত নম্বর কূপে ওয়ার্কওভার শুরু করা হয়। কূপের সংস্কারকালে দু’টো স্তরে গ্যাস প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়।