Homeবাংলাদেশআইন উপদেষ্টা সঙ্গে এমন আচরণ দেশের আত্মমর্যাদার ওপর প্রচণ্ড আ'ঘাত : তারেক...

আইন উপদেষ্টা সঙ্গে এমন আচরণ দেশের আত্মমর্যাদার ওপর প্রচণ্ড আ’ঘাত : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেনেভা বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন।

শুক্রবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টে ফ্রান্সে যাওয়ার পথে ড. আসিফ নজরুলের সঙ্গে কতিপয় আওয়ামী নেতাকর্মীর অসৌজন্যমূলক ও ঔদ্ধত আচরণ করা হয়। তারেক রহমান এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও অবমাননাকর বলে উল্লেখ করেছেন, এবং বিদেশে দেশের একজন আইন উপদেষ্টা সঙ্গে এমন আচরণকে দেশ ও জনগণের আত্মমর্যাদার ওপর প্রচণ্ড আঘাত হিসেবে অভিহিত করেছেন।

তারেক রহমান আরো বলেন, ফ্যাসিবাদের হিংস্র রূপের প্রকাশ এখনো দেশে-বিদেশে অনেক স্থানে মাথাচাড়া দিয়ে উঠছে। প্রবাসে আওয়ামী নেতাকর্মীরাও শেখ হাসিনার ফ্যাসিবাদের শেকড় ধারণ করে সুযোগ পেলেই গণতান্ত্রিক শক্তির ওপর আক্রমণ চালাচ্ছে। তিনি দাবি করেন, এই আচরণ আবারও প্রমাণিত হলো যে, আওয়ামী লীগ একটি বিশৃঙ্খল দল, যারা রাষ্ট্রীয় অর্থনীতি লুটপাট, বিপুল অঙ্কের টাকা পাচারসহ অসৎ অনাচারের মাধ্যমে এক কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিযোগ করেছেন, আওয়ামী লীগ কখনই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয়, তারা বরাবরই গণতন্ত্রের শত্রু। দেশ ও দেশের বাইরে, তারা সুযোগ পেলেই গণতন্ত্রকামী মানুষের ওপর হামলা চালায় বা শারীরিকভাবে আঘাত করে, যেন তাদের ফ্যাসিবাদী শাসন বজায় রাখতে পারে। তিনি এ ধরনের ঘটনার উদাহরণ হিসেবে গত ৭ নভেম্বরের জেনেভা এয়ারপোর্টে ড. আসিফ নজরুলের সঙ্গে অসভ্য আচরণকে তুলে ধরেছেন, যা তার মতে শেখ হাসিনার শাসিত বাংলাদেশের দুঃশাসনেরই আরেকটি অভিব্যক্তি।

তারেক রহমান আরো বলেন, পতিত শেখ হাসিনা দেশের রাজনীতিকে জটিল করে তুলতে বিশ্বের বিভিন্ন দেশে গভীর চক্রান্তে মেতে উঠেছেন। আওয়ামী লীগের নেতারা বিদেশে নানা এজেন্ডা নিয়ে কাজ করছেন, বিশেষ করে দেশের গণতান্ত্রিক শক্তিকে হেনস্থা করার জন্য। তারা বাংলাদেশে গোপনে রাজনৈতিক অন্তর্ঘাত সৃষ্টি করার চেষ্টা করছে। তার মতে, এটি একটি ভয়াবহ চক্রান্ত যা আওয়ামী লীগের শাসনকালে চালিয়ে আসা লুটপাটের স্বর্গরাজ্য পুনরুদ্ধারের জন্য তারা করছেন।

তিনি গণতন্ত্রকামীদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা বৈদেশিক মঞ্চে আওয়ামী লীগের এ ধরনের অসাংবিধানিক কর্মকাণ্ডের বিরুদ্ধে একত্রিত হয়ে তাদের নিন্দা জানাতে এবং আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এসব কুচক্রীদের বিচারের আওতায় আনার জন্য কাজ করে।

তারেক রহমান বলেন, আওয়ামী লীগ একটি অপরাধপ্রবণ রাজনৈতিক দল, যারা শুধুমাত্র ক্ষমতার প্রতি অদম্য বাসনা দ্বারা পরিচালিত। তাদের অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে, এবং এদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।

এছাড়া তিনি বলেন, বিএনপি বিশ্বমঞ্চে আন্তর্জাতিক কোর্টের মাধ্যমে আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের বিচার করার জন্য সবধরনের কার্যক্রম চালিয়ে যাবে। বিদেশে গণতন্ত্রকামী প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানাই, তারা যেন সংশ্লিষ্ট দেশের আইন ও বিচার বিভাগকে অবহিত করেন এবং বাংলাদেশের জনগণের আত্মমর্যাদার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করেন।

অবশেষে তিনি বলেন, আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, বাংলাদেশের জনগণই তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে এবং আন্তর্জাতিক পরিসরে তাদের এই অপকর্মের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

Must Read