Homeবিনোদনসুখে থাকতে চাইলে প্রত্যাশাটা না রাখাই ভালো : অপু বিশ্বাস

সুখে থাকতে চাইলে প্রত্যাশাটা না রাখাই ভালো : অপু বিশ্বাস

অপু বিশ্বাস ইদানীং নতুন নতুন রূপে নিজেকে প্রকাশ করছেন। অভিনয়ের বাইরে অনেক কিছুই করতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। সম্প্রতি একটি অনুষ্ঠানের বিচারক হয়েও অবাক করে দিয়েছিলেন তিনি। বধূবেশেও ফটোশুট করেও অবাক করে দিয়েছেন অপু বিশ্বাস।

তবে এসবের বাইরেও চিত্রনায়িকার জীবনে এসেছে নানা অধ্যায়। সেখানে কখনও ছিল আবার কখনও এসেছে দুঃখও। ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাসের সুখের ঘাটতি হতে শুরু করে, তা অনেকেই জানেন।

তবে এই নায়িকা মনে করেন, জীবনে যা কিছুই ঘটুক না কেন, সুখে থাকতে হলে যেকোনো ব্যাপারেই প্রত্যাশা কমাতে হবে। সম্প্রতি সামাজিক মাধ্যমে অপু বিশ্বাসের এক সাক্ষাৎকারের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে অপুকে সুখে থাকার করণীয় কি, সে প্রসঙ্গে কথা বলতে শোনা যায়।

সেখানে অপু বিশ্বাস বলেন, ‘আমার কাছে মনে হয়, সুখে থাকার জন্য একটা মানুষকে যেকোনো জায়গায় মানিয়ে নিতে হয়। তাহলেই সুখটা সম্পূর্ণভাবে চলে আসে। প্রত্যাশাটা না বাড়িয়ে কিংবা প্রত্যাশাটা না রাখাই ভালো।’

অপু বিশ্বাসের সেই কথা ছড়িয়ে পড়ার পর তার অনুরাগীরা নায়িকার সঙ্গে একমত পোষণ করেন। অনেকে এটিকে উপদেশ হিসেবেও সাদরে গ্রহণ করে নিয়েছেন।

Must Read