গাজীপুরের সাফারি পার্কের সীমানা প্রাচীর টপকে পালিয়ে গেছে একটি পুরুষ নীলগাই। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এই ঘটনা ঘটে। এদিকে নীলগাই পালানোর পর থেকেই পার্কের আশপাশসহ বিভিন্ন এলাকায় মাইকিং করে খুঁজছে কর্তৃপক্ষ।
পার্ক কর্তৃপক্ষ জানায়, এখন নীলগাই এর প্রজনন সময়। তাই পুরুষে-পুরুষে মারামারি করে। নীলগাইটি অন্য একটি পুরুষ নীলগাইয়ের সঙ্গে মারামারির পর পুরাতন সীমানা প্রাচীর টপকে বের হয়ে যায়। এরপর থেকেই পার্কের আশপাশসহ বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রাণীটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) রফিকুল ইসলাম জানান, সীমানা প্রাচীর টপকে বের হওয়া নীলগাইটি ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন বনাঞ্চলে দেখা গেছে বলে খবর পাওয়া গেছে। খুব দ্রুত সময়ে মধ্যে তারা স্থান ত্যাগ করে ফেলে। তবে এখনো এটি ধরা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে আমরা এলাকায় মাইকিং করছি। সাধারণ মানুষের সহযোগিতা পেলে নীলগাইটি দ্রুতই উদ্ধার করা সম্ভব হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।