শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেড বেতন স্কেলের দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে মিছিল শুরু করেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল করছিলেন এবং বাধার মুখে সড়কেই বসে পড়েন। এর আগে সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন তারা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রাথমিক সহকারী শিক্ষকরা ভোর থেকেই সেখানে জড়ো হন।
শিক্ষকরা অভিযোগ করেন, ১৩ তম গ্রেডের মাধ্যমে তাদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে, যা তাদের জন্য অমর্যাদাকর। তারা দ্রুত দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান, যাতে তাদের বেসিক বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে ১৬ হাজার টাকা হয়।
দুপুর দুইটার মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কেউ না এলে আরও কর্মসূচি নেওয়ার আলটিমেটাম দেন শিক্ষকরা। জাতীয় শহীদ মিনারের সমাবেশ থেকে তারা দাবি আদায়ে শপথ বাক্য পাঠ করেন এবং শিক্ষকদের দেশ গড়ার কারিগর হিসেবে উল্লেখ করেন।