এই বছরের হজকে সামনে রেখে বাংলাদেশসহ ১৪টি দেশের ভ্রমণকারীদের জন্য ভিসা নীতি পরিবর্তন করেছে সৌদি আরব। বিজনেসসহ সব ধরনের মাল্টিপল এন্ট্রি ভিসা এন্ট্রি স্থগিত করেছে দেশটি।
সৌদি সরকারের এই আদেশটি ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হয়েছে। দেশগুলোর ভ্রমণকারীরা সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারবেন। সৌদি সরকার এই পদক্ষেপটি হজের সময় অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করার জন্য নিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, আলজেরিয়া, বাংলাদেশ, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া এবং ইয়েমেনের ভ্রমণকারীদের জন্য এই নীতি প্রযোজ্য হবে৷
সৌদি সরকার অনির্দিষ্টকালের জন্য এই দেশগুলোর নাগরিকদের জন্য পর্যটন, ব্যবসা এবং পারিবারিক ভ্রমণের জন্য এক বছরের মাল্টি-এন্ট্রি ভিসা প্রত্যাহার করেছে।