Homeবাংলাদেশআমিই বিপ্লবী সরকার হবো: কাফি

আমিই বিপ্লবী সরকার হবো: কাফি

কাফি ফেসবুকে এক পোস্টে বলেছেন, “আজ সকাল ১১:০০ টায় আমার পোড়া বাড়িতে কলাপাড়া থানা – পটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের থাকার আহবান করছি”।

পোস্টে তিনি বর্তমান সরকারকে ‘বিগ মেসেজ’ দেওয়ার ঘোষণা দেন এবং দাবি করেন, সরকার তার বার্তাকে গ্রহণ না করলে তিনি নিজেই ‘বিকল্প’ হয়ে উঠবেন এবং ‘বিপ্লবী সরকার’ গঠন করবেন। তাঁর কথানুযায়ী, “আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিবো। মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমিই নিজেই বিকল্প হবো – আমিই বিপ্লবী সরকার হবো”।

এরপর তিনি তাঁর বাড়ির ঠিকানা লিখে ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে উল্লেখিত স্থান হিসেবে তিনি পায়রা সমুদ্র বন্দরের জিরো পয়েন্টের কাছে, ৪ লেন ও ৬ লেনের মাঝখানে হাইওয়ের পাশের একটি এলাকা চিহ্নিত করেন।

Must Read