Homeবাংলাদেশভরা মৌসুমেই হঠাৎ বাড়ছে পেঁয়াজের দাম

ভরা মৌসুমেই হঠাৎ বাড়ছে পেঁয়াজের দাম

তিন দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। মানভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬৫ টাকা কেজিতে। পেঁয়াজের ভরা মৌসুম হঠাৎ করেই দাম বাড়ায় বিপাকে ভোক্তারা।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত শুক্রবার ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে পেঁয়াজ। তবে পহেলা বৈশাখের পরে তা এখন বাড়তে শুরু করেছে। সামনে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে বলে ধারণা ব্যবসায়ীদের।

কারওয়ানবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, আড়তে পেঁয়াজের সরবরাহ কম। এবার পেঁয়াজের মৌসুমে উৎপাদন কম হয়েছে।

এ ছাড়া এই সময়ে অনেক চাষি পেঁয়াজ সংরক্ষণ করায় দাম বাড়ছে বলেও জানান ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, পাইকারি বাজারে দামের প্রভাব খুচরা বাজারে এসেছে।

Must Read