Homeবিনোদনমা'রা গেছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বাবা

মা’রা গেছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের বাবা

মারা গেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী আশরাফুল হোসেন আলমের বাবা। সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। আজ বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টায় সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বাবা একটু আগে মারা গেছে ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।’

অভিনেত্রীর বাবার মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তার সহকর্মী ও ভক্তরা। এছাড়া ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর বাবার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

এদিকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর অন্য একপোস্টে আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, ‘অভিনেত্রী রিয়া মনি কে আমার জীবন থেকে বয়কট করলাম। আমার বাবা হসপিটালে সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়াই। তার পরিবারে কোনো সদস্য আমার বাবা দেখতে হসপিটাল আসেনি। আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না। তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে।’

হিরো আলম জানিয়েছেন, বগুড়া সদরের এরুলিয়া গ্রামের নিজ বাড়িতে আজ বাদ জোহর বাবার জানাজা হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন হবে।

Must Read