Home ক্রিকেট আবারও ব্যর্থ কোহলি, এবার মিরাজের শিকার

আবারও ব্যর্থ কোহলি, এবার মিরাজের শিকার

সংগৃহীত ছবি

চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৬ রান করে হাসান মাহমুদের শিকার হয়েছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসেও একই পথে হাঁটলেন কিংবদন্তি ব্যাটার। এবার অবশ্য দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন। মেহেদী হাসান মিরাজের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন। ২০তম ওভারের দ্বিতীয় বলে তৃতীয় সাফল্যের দেখা পায় বাংলাদেশ। মিরাজের ফ্লাইটেড ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। ৬৭ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। ৩৭ বলে ১৭ রান করেন কোহলি।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। রবীচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৭৬ রান তোলে স্বাগতিক দল। জবাবে নেমে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে ৩ উইকেটে ৮০ রান তুলেছিল ভারত। শুভমন গিল ৩৩ রানে ও রিশভ পান্ট ১১ রানে ক্রিজে ছিলেন।

এর আগে ফলো-অন এড়াতে না পারলেও বাংলাদেশকে পুনরায় ব্যাটে পাঠায়নি ভারত। দ্বিতীয় ইনিংসে নেমে তৃতীয় ওভারে ১৫ রানে প্রথম উইকেট হারিয়ে বসে স্বাগতিক দল। টাইগারদের প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। টাইগার পেসারের ডেলিভারিতে ভুল করে বসেন রোহিত শর্মা। শর্ট লেন্থের বলে স্লিপে ক্যাচ দিয়ে বসেন জাকির হাসানের হাতে। ১৭ বলে ৫ রান করে আউট হন রোহিত। আগের ইনিংসেও স্বাগতিক অধিনায়ককে দ্রুত ফিরিয়েছিল বাংলাদেশ, বোলার ছিলেন হাসান মাহমুদ।

চেন্নাইয়ে প্রথম ইনিংসে ফিফটি যশ্বী জয়সওয়াল দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন। সপ্তম ওভারের চতুর্থ বলে ফুলার লেন্থে ডেলিভারি করেন নাহিদ রানা। অফস্টাম্পের বাইরের বলটি ড্রাইভ করতে গিয়ে লিটন দাসের হাতে ক্যাচ দেন। দ্বিতীয় ইনিংসে প্রথম সাফল্যের দেখা পান নাহিদ। ২৮ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। ২ চারে ১৭ বলে ১০ রান করেন জয়সওয়াল।