Homeবিনোদনশুকনো খাবার নিয়ে বন্যার্তদের দ্বারে দ্বারে আরশ

শুকনো খাবার নিয়ে বন্যার্তদের দ্বারে দ্বারে আরশ

দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বন্যাদুর্গতদের উদ্ধারে ইতোমধ্যে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে। সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসছেন দেশের সকল শ্রেণি পেশার মানুষের পাশাপাশি চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী ইউটিউবার ইনফ্লুয়েন্সারাসহ সংগীত শিল্পীরাও।

তাদেরই একজন তরুণ অভিনেতা আরশ খান। বন্যার্তদের সহায়তায় টিম নিয়ে এই অভিনেতা ছুটে গেছেন নোয়াখালী অঞ্চলে। বন্যার্তদের উদ্ধারের পাশাপাশি শুকনা খাবার নিয়ে তাদের পাশে দাঁড়ালেন আরশ।

বন্যাকবলিত নোয়াখালীর কয়েকটি উপজেলায় বানভাসিদের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছেন। আর তাকে সহযোগিতায় ছিলেন পার্শ্ববর্তী জেলার তার কয়েকজন বন্ধু।

দুর্গত অঞ্চল থেকে শুক্রবার একটি ভিডিও শেয়ার করেছেন আরশ। যেখানে তিনি বলেন, ‘নিজ চোখে কখনো এমন দুর্যোগ দেখিনি। আমার মনে হয়েছে এই সময় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। এ জন্য আমরা কয়েকজন মিলে চলে এসেছি। এখানে আমরা আমাদের মতো করে কাজ করে যাচ্ছি।’

ভিডিওর ক্যাপশনে আরশ লিখেন, “প্লিজ, বিকাশ নয়, খাবার পাঠান।” পরে রাতে আরো একটি ভিডিও পোস্ট করেন আরশ। শনিবার সকালে একটি পোস্টে আরশ জানান,”নোয়াখালী তে মেডিকেল সাপোর্ট দরকার। ২-৩ টা ইউনিট এদিকে আসতে পারেন। মাইজদি পুরানো বাজার সাইফুরস্ এ আমাদের ক্যাম্প।”

Must Read