Homeবিনোদনসাকিব আসামি, খারাপ লাগছে মিথিলার

সাকিব আসামি, খারাপ লাগছে মিথিলার

দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে। আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্য, আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিতে মৃত্যুও হয় অনেকের। শিক্ষার্থীদের মৃত্যুতেও চুপচাপ ছিলেন তিনি। ফলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে।

এ অবস্থায় বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাতে রাজধানী ঢাকার আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয় সাকিব আল হাসানের বিরুদ্ধে। গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় আসামি করা হয়েছে তাকে। মৃত রুবেলের বাবা বাদী হয়ে দায়ের করেছেন মামলাটি। মামলায় ২৮ নম্বর আসামি দেখানো হয়েছে বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টারবয়কে।

এদিকে ক্রিকেটার সাকিব হত্যা মামলার আসামি হয়েছেন―এমন সংবাদ প্রকাশ্যে আসার পর বিস্মিত হয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এমনকি দুঃখ প্রকাশও করেছেন তিনি।

তারকা ক্রিকেটার সাকিব মামলার আসামি, এ ধরনের সংবাদের একটি স্ক্রিনশট নিজের টাইমলাইনে শেয়ার করে মিথিয়া লেখেন, এ ধরনের অভিযোগের মাধ্যমে বিশ্বাসযোগ্যতা হারাবে তারা। আবার জনগণের কাছে আমাদের ন্যায়বিচারের সিস্টেম নিয়ে প্রশ্ন উঠবে। এ রকম গ্রেপ্তারের মাধ্যমে কী বোঝানো হচ্ছে? শাহ আলমের মতো বড় বড় অপরাধীরা মুক্ত। সাকিব যাই করুক না কেন, সে খুনি নয়।

এ মডেল আরও লেখেন, সাকিবের এত এত অর্জনের কথা কী করে ভুলে যান? বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন তিনি। এখন আমরা যদি আমাদের মেধাবীদের যথার্থ মূল্যায়ন না করি, তাহলে আমাদের জন্য দুঃখজনক। সত্যিই আমার খারাপ লাগছে সাকিবের জন্য।

এদিকে মডেল মিথিলা ফেসবুকে এ ধরনের কথা লিখলেও নেটিজেনদের কটাক্ষের মুখে কিছুক্ষণ পরই তা সরিয়ে ফেলেন টাইমলাইন থেকে।

Must Read